শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৫৭
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৫৭. ফাহাদ (রাহঃ) ……… ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আলী (রাযিঃ) আমার কাছে এলেন। তিনি পানি প্রবাহিত করে ছিলেন (গােসল করেছিলেন)। তিনি উযূ করার জন্য পানি চাইলেন। আমরা তাঁর জন্য পানির পাত্র আনলাম। তিনি বললেন, হে ইব্ন আব্বাস! আমি কি তােমাকে উযূ করে দেখাব না, যেমনিভাবে আমি রাসূলুল্লাহ্ ﷺ- -কে উযূ করতে দেখেছি ? আমি বললাম, হ্যাঁ। আমার মাতা-পিতা আপনার প্রতি উৎসর্গ হউক। তারপর দীর্ঘ হাদীস উল্লেখ পূর্বক বললেনঃ তারপর তিনি দুই হাত মিলিত করে এককোষ পানি নিয়ে ডান পায়ে এরপরে অনুরূপভাবে বাম পায়ে পানি ঢেলে দিলেন।
باب فرض الرجلين في وضوء الصلاة
157 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو كُرَيْبٍ، قَالَ: ثنا عَبْدَةُ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ، عَنْ عُبَيْدِ اللهِ الْخَوْلَانِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: دَخَلَ عَلَى عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ وَقَدْ أَرَاقَ الْمَاءَ فَدَعَا بِوَضُوءٍ فَجِئْنَاهُ بِإِنَاءٍ مِنْ مَاءٍ، فَقَالَ: " يَا ابْنَ عَبَّاسٍ أَلَا أَتَوَضَّأُ لَكَ كَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ قُلْتُ: بَلَى فِدَاكَ أَبِي وَأُمِّي. فَذَكَرَ حَدِيثًا طَوِيلًا. قَالَ: ثُمَّ أَخَذَ بِيَدَيْهِ جَمِيعًا حَفْنَةً مِنْ مَاءٍ فَصَكَّ بِهَا عَلَى قَدَمِهِ الْيُمْنَى وَالْيُسْرَى كَذَلِكَ "
