শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৫
উযূতে কানের বিধান
১৫৫.ইব্ন মারযূক (রাহঃ)........ নাফি’ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইব্ন উমার (রাযিঃ) কানের সম্মুখ ও পশ্চাৎভাগসহ মাসেহ্ করতেন; এমনকি তা করতেন কানের ভিতর পর্যন্ত।
باب حكم الأذنين في وضوء الصلاة
155 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: ثنا أَيُّوبُ، عَنْ نَافِعٍ «أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَمْسَحُ أُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا , يَتَتَبَّعُ بِذَلِكَ الْغُضُونَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান