শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৪
উযূতে কানের বিধান
১৫৪.আলী ইব্ন শায়বা (রাহঃ)....... গায়লান ইব্ন আব্দুল্লাহ্ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন উমার (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, কান মাথার সাথে সম্পৃক্ত।
باب حكم الأذنين في وضوء الصلاة
154 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: ثنا هِشَامٌ، عَنْ غَيْلَانَ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: «الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান