শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৩
পবিত্রতা অর্জনের অধ্যায়
উযূতে কানের বিধান
১৫৩. আলী ইব্ন মা’বাদ (রাহঃ)............ ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেনঃ দুই কান মাথার সাথে সম্পৃক্ত, তাই উভয় কান মাসেহ্ কর ।
كتاب الطهارة
باب حكم الأذنين في وضوء الصلاة
153 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: «الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ فَامْسَحُوهُمَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৫৩ | মুসলিম বাংলা