শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৩৭
আন্তর্জাতিক নং: ১৩৮
উযূতে কানের বিধান
১৩৭.ইবরাহীম ইব্ন মুহাম্মাদ সায়রাফী (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ﷺ উযূ করেছেন এবং তিনি মাথা ও উভয় কান মাসেহ করেছেন।
১৩৮.আলী ইব্ন শায়বা (রাহঃ)........ আব্দুল আজিজ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেনঃ একবার মাসেহ করেছেন।
১৩৮.আলী ইব্ন শায়বা (রাহঃ)........ আব্দুল আজিজ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেনঃ একবার মাসেহ করেছেন।
باب حكم الأذنين في وضوء الصلاة
137 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا الدَّرَاوَرْدِيُّ، قَالَ: ثنا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ» .
138 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: مَرَّةً وَاحِدَةً
138 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: مَرَّةً وَاحِدَةً
