শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৩৯
উযূতে কানের বিধান
১৩৯.মুহাম্মাদ ইব্‌ন আব্দুল্লাহ্ ইবনে মায়মূন বাগদাদী (রাহঃ)..... আব্দুর রহমান ইব্ন মায়সারা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি মিকাদম ইব্ন মা’দীকারব (রাযিঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ কে উযূ করতে দেখেছি। যখন তিনি মাথা মাসেহ্ পর্যন্ত পৌঁছলেন তখন তিনি উভয় হাত মাথার সম্মুখভাগে রেখে পিছনের দিকে ঘাড়ের পিছন দিক পর্যন্ত নিয়ে গেলেন। এরপর হাত দু’টি আবার যে স্থান থেকে শুরু করেছিলেন সে স্থানে ফিরিয়ে নিয়ে আসেন। তারপর তাঁর দুই কান সম্মুখ ও পিছন উভয় ভাগ একবার মাসেহ্ করেন।
باب حكم الأذنين في وضوء الصلاة
139 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ الْبَغْدَادِيُّ، قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: ثنا حَرِيزُ بْنُ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَيْسَرَةَ، أَنَّهُ سَمِعَ الْمِقْدَامَ بْنَ مَعْدِيَكْرِبَ يَقُولُ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ، فَلَمَّا بَلَغَ مَسْحَ رَأْسِهِ وَضَعَ كَفَّيْهِ عَلَى مُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ مَرَّ بِهِمَا حَتَّى بَلَغَ الْقَفَا، ثُمَّ رَدَّهُمَا حَتَّى بَلَغَ الْمَكَانَ الَّذِي مِنْهُ بَدَأَ، وَمَسَحَ بِأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا مَرَّةً وَاحِدَةً»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৯ | মুসলিম বাংলা