শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৩৬
উযূতে কানের বিধান
১৩৬.রবী ’ইব্নুল মুয়াযযিন (রাহঃ)......... উসমান ইব্ন আফফান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উযূ করার সময় মাথা এবং পশ্চাৎ ও সম্মুখভাগসহ কান মাসেহ্ করে বলেছেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে অনুরূপ উযূ করতে দেখেছি।
باب حكم الأذنين في وضوء الصلاة
136 - بِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ عَامِرٍ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ تَوَضَّأَ فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا , وَقَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ "

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, কানের ভেতরের অংশ শাহাদাৎ আঙ্গুলি দ্বারা এবং বাইরের অংশ বৃদ্ধাঙ্গুলি দ্বারা মাসেহ করলেন। আর এটাই হানাফী মাযহাবের মত। (হাশিয়াতুত তাহতাবী: ৭৪) এ হাদীসে কান মাসেহ করার কোন সংখ্যা বর্ণিত না হওয়ায় বুঝা যায় যে, কান একবার মসেহ করতে হয়। এ বিষয়টি আরো স্পষ্টভাবে একটি হাসান-সহীহ সনদে বর্ণিত হয়েছে যে, রসূলুলস্নাহ স. উভয় কানের ভেতরে-বাইরে একবার মাসেহ করেছেন। (তিরমিযী: ৩৪)
tahqiqতাহকীক:তাহকীক চলমান