শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২৯
আন্তর্জাতিক নং: ১৩০
উযুতে মাথা মাসাহ্‌ ফরয হওয়া প্রসঙ্গে।
১২৯.ইব্ন মারযূক (রাহঃ) ……… তালহা ইব্ন মুসাররিফ (রাহঃ) তার পিতা-পিতামহ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী ﷺ-কে দেখেছি, তিনি মাথার সম্মুখভাগ মাসেহ করেছেন, এমনকি ঘাড়ের সম্মুখ ভাগ পর্যন্ত নিয়ে গেছেন।
১৩০. ইব্‌ন আবী দাউদ (রাহঃ)……… লায়স (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
باب فرض مسح الرأس في الوضوء
129 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: ثنا أَبِي وَحَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ لَيْثٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ حَتَّى بَلَغَ الْقَذَالَ. مُؤَخَّرُ الرَّأْسِ مِنْ مُقَدَّمِ عُنُقِهِ» .
130- حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ لَيْثٍ. فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান