শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১২৮
৭- উযুতে মাথা মাসাহ্ ফরয হওয়া প্রসঙ্গে।
১২৮. ইউনুস (রাহঃ), আব্দুল গনী ইব্ন আবী উকাইল (রাহঃ) ও আহমদ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ……… আব্দুল্লাহ্ ইব্ন যায়দ ইব্ন আসিম আল-মাযিনী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ ﷺ থেকে বর্ণনা করেন যে, তিনি সালাতের উযূ করার সময় নিজ হাতে পানি নিয়ে মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করেছেন। তারপর উভয় হাতকে মাথার পিছন দিকে নিয়ে গিয়ে সম্মুখ ভাগে তা ফিরিয়ে আনলেন। ইমাম মালিক (রাহঃ) বলেন, মাসেহ সম্পর্কে আমি যা কিছু শুনেছি, এটি তার মধ্যে সূর্বোত্তম ও ব্যাপকতর।
بَابُ فَرْضِ مَسْحِ الرَّأْسِ فِي الْوُضُوءِ
128 - حَدَّثَنَا يُونُسُ، وَعَبْدُ الْغَنِيِّ بْنُ أَبِي عَقِيلٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالُوا: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ سَالِمٍ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيِّ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ أَخَذَ بِيَدِهِ فِي وُضُوئِهِ لِلصَّلَاةِ مَاءً، فَبَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ ذَهَبَ بِيَدِهِ إِلَى مُؤَخَّرِ الرَّأْسِ، ثُمَّ رَدَّهُمَا إِلَى مُقَدَّمِهِ» . قَالَ مَالِكٌ: هَذَا أَحْسَنُ مَا سَمِعْتُ فِي ذَلِكَ وَأَعَمُّهُ فِي مَسْحِ الرَّأْسِ
