শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২৭
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২৭. মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ) ……… আব্দুল্লাহ্ ইব্ন উবাইদুল্লাহ ইব্ন আবী রাফি (রাহঃ) তাঁর পিতা-পিতামহ সূত্রে বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ্ ﷺ - কে দেখেছি, তিনি প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন এবং তাঁকে দেখেছি একবার করে গােসল করেছেন।
ব্যাখ্যা।
আমরা রাসূলুল্লাহ্ ﷺ থেকে যা কিছু উল্লেখ করেছি এতে সাব্যস্ত হয়েছে যে, তিনি প্রতিটি অঙ্গ একবার করে ধুয়েও উযূ করেছেন। এতে প্রমাণিত হল যে, তাঁর উযূতে তিনবার করে ধােয়ার ব্যাপারে যা বর্ণিত আছে তা ছিল ফযীলত তথা অতিরিক্ত ছওয়াব লাভের উদ্দেশ্যে, ফরয আদায়ের জন্য নয়।
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
127 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، وَابْنُ أَبِي دَاوُدَ، قَالَا: ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا , وَرَأَيْتُهُ غَسَلَ مَرَّةً مَرَّةً» . فَثَبَتَ بِمَا ذَكَرْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً، فَثَبَتَ بِذَلِكَ أَنَّ مَا كَانَ مِنْهُ مِنْ وُضُوئِهِ ثَلَاثًا ثَلَاثًا إِنَّمَا هُوَ لِإِصَابَةِ الْفَضْلِ لَا الْفَرْضِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৭ | মুসলিম বাংলা