শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১১৭
আন্তর্জাতিক নং: ১১৮
৬- নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১১৭.হুসাইন ইব্ন নসর (রাহঃ) …… আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন। তারপর বলেছেনঃ এটা হচ্ছে, রাসূলুল্লাহ্ ﷺ -এর উযূ।
১১৮.হুসাইন (রাহঃ) …… আলী (রাযিঃ) -এর বরাতে নবী ﷺ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
بَابُ الْوُضُوءِ لِلصَّلَاةِ مَرَّةً مَرَّةً وَثَلَاثًا ثَلَاثًا
117 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ: ثنا عَلْقَمَةُ بْنُ خَالِدٍ أَوْ خَالِدُ بْنُ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ تَوَضَّأَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَذَا طَهُورُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .

118 - حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ الْوَادِعِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান