শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১১৯
আন্তর্জাতিক নং: ১২০
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১১৯.ইব্ন আবী দাউদ (রাহঃ) …… শাকীক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন আমি আলী (রাযিঃ) এবং উসমান (রাযিঃ)-কে দেখেছি, তাঁরা প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন এবং তাঁরা বলেছেনঃ অনুরূপভাবে রাসূলুল্লাহ্ ﷺ উযূ করেছেন।
১২০. আহমদ ইব্ন ইয়াহইয়া সাওরী (রাহঃ) …… ইব্ন ছাওবান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
119 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أنا ابْنُ ثَوْبَانَ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ شَقِيقٍ، قَالَ: " رَأَيْتُ عَلِيًّا وَعُثْمَانَ تَوَضَّآ ثَلَاثًا ثَلَاثًا , وَقَالَا: «هَكَذَا كَانَ يَتَوَضَّأُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .
120 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّورِيُّ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالَ: ثنا ابْنُ ثَوْبَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান