শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১০৩
আন্তর্জাতিক নং: ১০৫
মানুষের উচ্ছিষ্টের হুকুম
১০৩.ইবন মারযুক (রাহঃ)........ আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: আমি এবং রাসুলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে গোসল করেছি। আমি বলতাম, আমার জন্যও কিছু (পানি) অবশিষ্ট রাখুন, আমার জন্যও কিছু অবশিষ্ট রাখুন।
১০৪.মুহাম্মাদ ইব্‌নুল আব্বাস (রাহঃ)....... মুবারক (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
১০৫. ইবন মারযূক......... আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন
103 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنْ مُبَارَكِ بْنِ فَضَالَةَ، عَنْ أُمِّهِ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، فَأَقُولُ: أَبْقِ لِي , أَبْقِ لِي ".
104 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ بْنِ الرَّبِيعِ اللُّؤْلُؤِيُّ، قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: ثنا الْمُبَارَكُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
105 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৩ | মুসলিম বাংলা