শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১০২
মানুষের উচ্ছিষ্টের হুকুম
১০২.সুলায়মান ইবন শুআইব আল-কায়সানী (রাহঃ)....... . আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি এবং নবী (ﷺ) প্রায় একই পাত্র থেকে গোসল করতেন। তিনি আয়েশা (রাযিঃ)-এর পূর্বে এবং আয়েশ (রাযিঃ) তাঁর পূর্বে আজলা ভর্তি করতেন।
102 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ الْكَيْسَانِيُّ، قَالَ: ثنا الْخَصِيبُ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ «أَنَّهَا وَالنَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَا يَغْتَسِلَانِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، يَغْتَرِفُ قَبْلَهَا وَتَغْتَرِفُ قَبْلَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০২ | মুসলিম বাংলা