শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬১
বিড়ালের উচ্ছিষ্টের হুকুম
৬১.আবু বাকরা (রাহঃ)....... আবু হুররা (রাহঃ) হাসান (রাহঃ) থেকে এরূপ বিড়ালের ব্যাপারে রিওয়ায়াত করেছেন, যা পাত্রে মুখ দিয়েছে বা তা থেকে পান করেছে। তিনি বলেনঃ তা ভাসিয়ে দিবে এবং পাত্রকে একবার ধৌত করবে।
باب سؤر الهر
61 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو دَاوُدَ قَالَ: ثنا أَبُو حُرَّةَ، عَنِ الْحَسَنِ فِي هِرٍّ وَلَغَ فِي إِنَاءٍ أَوْ شَرِبَ مِنْهُ، قَالَ: «يُصَبُّ، وَيُغْسَلُ الْإِنَاءُ مَرَّةً»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬১ | মুসলিম বাংলা