শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬০
বিড়ালের উচ্ছিষ্টের হুকুম
৬০.সুলায়মান ইবন শুআইব (রাহঃ)..... কাতাদা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, সাঈদ ইবনুল মুসাইয়ার (রাহঃ) ও হাসান (রাহঃ) বলেনঃ বিড়ালের মুখ দেয়া পাত্র তিনবার ধৌত কর।
باب سؤر الهر
60 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبِ بْنِ سُلَيْمَانَ الْكَيْسَانِيُّ، قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: كَانَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ وَالْحَسَنُ يَقُولَانِ: «اغْسِلِ الْإِنَاءَ ثَلَاثًا» يَعْنِي مِنْ سُؤْرِ الْهِرِّ
