শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩৩
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
৩৩. মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ)..... মাইসারা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আলী (রাযিঃ) বলেছেনঃ এক কুয়োয় ইঁদুর পড়ে মারা গিয়েছিল । তিনি বললেনঃ এর পানি বের করে ফেলে দিতে হবে।
باب الماء يقع فيه النجاسة
33 - وَمَا قَدْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ مَيْسَرَةَ أَنَّ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ قَالَ فِي بِئْرٍ وَقَعَتْ فِيهَا فَأْرَةٌ فَمَاتَتْ، قَالَ: «يُنْزَحُ مَاؤُهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৩ | মুসলিম বাংলা