শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩৪
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
৩৪. মুহাম্মাদ ইব্‌ন হুমাইদ (রাহঃ)..... মাইসারা (রাহঃ) ও যাযান (রাহঃ) আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যখন ইঁদুর বা অন্য কোন প্রাণী কুয়োয় পড়ে যায় তখন এর পানি বের করতে থাক, যতক্ষণ না পানি তোমার উপর প্রবল হয়ে যায় (তুমি ক্লান্ত হয়ে পড়)।
باب الماء يقع فيه النجاسة
34 - وَمَا قَدْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدِ بْنِ هِشَامٍ الرُّعَيْنِيُّ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ عَطَاءٍ عَنْ مَيْسَرَةَ وَزَاذَانَ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «إِذَا سَقَطَتِ الْفَأْرَةُ أَوِ الدَّابَّةُ فِي الْبِئْرِ، فَانْزَحْهَا حَتَّى يَغْلِبَكَ الْمَاءُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৪ | মুসলিম বাংলা