শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৩২
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
৩২. হুসাইন ইবন নাস্র (রাহঃ)..... জাবির (রাযিঃ) আবুত্ তোফাইল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার এক বালক যমযম কুয়োর পড়ে মারা গিয়েছিল, তখন এর সমস্ত পানি বের করে ফেলে দেয়া হয়েছিল।
باب الماء يقع فيه النجاسة
32 - وَمَا قَدْ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، ثنا الْفِرْيَابِيُّ، ثنا سُفْيَانُ , أَخْبَرَنِي جَابِرٌ، عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ: «وَقَعَ غُلَامٌ فِي زَمْزَمَ فَنُزِفَتْ» أَيْ نُزِحَ مَاؤُهَا
