শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩১
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
৩১. সালিহ্ ইবন আব্দুর রহমান (রাহঃ)...... আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার জনৈক হাবশী (কৃষ্ণাঙ্গ) ব্যক্তি যমযম কুয়োয় পতিত হয়ে মৃত্যুবরণ করে। তারপর (আব্দুল্লাহ্) ইবন যুবায়র (রাযিঃ) নির্দেশ দিলে এর পানি বের করা হয়। কিন্তু পানি শেষ হচ্ছিলনা। দেখা গেল হাজরে আসওয়াদ এর দিক থেকে একটি প্রস্রবণ প্রবাহিত হচ্ছে। পরে ইব্‌ন যুবায়র (রাযিঃ) বললেন, তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট।
باب الماء يقع فيه النجاسة
31 - فَمِمَّا رُوِيَ فِي ذَلِكَ مَا حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا هُشَيْمٌ قَالَ: ثنا مَنْصُورٌ، عَنْ عَطَاءٍ أَنَّ حَبَشِيًّا وَقَعَ فِي زَمْزَمَ فَمَاتَ، فَأَمَرَ ابْنُ الزُّبَيْرِ فَنُزِحَ مَاؤُهَا فَجَعَلَ الْمَاءَ لَا يَنْقَطِعُ , فَنَظَرَ فَإِذَا عَيْنٌ تَجْرِي مِنْ قِبَلِ الْحَجَرِ الْأَسْوَدِ، فَقَالَ ابْنُ الزُّبَيْرِ: حَسْبُكُمْ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩১ | মুসলিম বাংলা