আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪৪৬২
আন্তর্জাতিক নং: ৪৮২০
সূরা দুখান মুজাহিদ (রাহঃ) বলেন, رَهْوًا শুষ্ক পথ। বলা হয়, رَهْوًا স্থির। عَلَى الْعَالَمِيْنَ সমকালীন লোকদের উপর। وَزَوَّجْنَاهُمْ بِحُوْرٍ عِيْنٍ আমি তাদের ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সঙ্গে বিয়ে দেব, যাদেরকে দেখলে চোখ ধাঁধিয়ে যায়। فَاعْتُلُوْهُ -নিক্ষেপ কর তাকে। تَرْجُمُوْنِ হত্যা করা।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, كَالْمُهْلِ যায়তুনের গাঁদের মত কাল।
অন্যরা বলেছেন, تُبَّعُ ইয়ামানের বাদশাদের উপাধি। তাদের একজনের পর যেহেতু অপরজনের আগমন ঘটত, এজন্য তাদের প্রত্যেক বাদশাহ্কেই تُبَّعُ বলা হত। ছায়াকেও تُبَّعُ বলা হয়। কেননা, ছায়া সূর্যের অনুসরণ করে।
৪৪৬২। আবদান (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পাঁচটি নিদর্শনই বাস্তবায়িত হয়ে গিয়েছে। ধোঁয়া (দুর্ভিক্ষ), রোম (পরাজয়), চন্দ্র (দ্বিখণ্ডিত হওয়া), পাকড়াও (বদর যুদ্ধে) এবং ধ্বংস।
سورة حم الدخان وقال مجاهد: {رهوا} [الدخان: 24]: «طريقا يابسا»، ويقال: {رهوا} [الدخان: 24]: «ساكنا»، {على علم على العالمين} [الدخان: 32]: «على من بين ظهريه». {وزوجناهم بحور عين} [الدخان: 54]: «أنكحناهم حورا عينا يحار فيها الطرف»، (فاعتلوه): " ادفعوه، ويقال أن {ترجمون} [الدخان: 20]: القتل " وقال ابن عباس: {كالمهل} [الكهف: 29]: «أسود كمهل الزيت» وقال غيره: {تبع} [البقرة: 38]: «ملوك اليمن، كل واحد منهم يسمى تبعا، لأنه يتبع صاحبه، والظل يسمى تبعا لأنه يتبع الشمس»
4820 - حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: " مَضَى خَمْسٌ: الدُّخَانُ، وَالرُّومُ، وَالقَمَرُ، وَالبَطْشَةُ، وَاللِّزَامُ "
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন