আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৭৮
আল্লাহ তাআলার বাণীঃ "নিশ্চয়ই আল্লাহ, তারই কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান (অর্থাৎ কখন কিয়ামত সংঘটিত হবে)।
৪৪২০। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, গায়েবের[১] চাবি পাঁচটি। এরপর তিনি এ আয়াত পাঠ করলেনঃ কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ্ তাআলারই রয়েছে.......।
[১] অদৃশ্য দৃষ্টির অন্তরালের বস্তু, যা ইন্দ্রিয়ানুভূতির বাইরে। যেমন, আল্লাহ্, ফেরেশতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ।
[১] অদৃশ্য দৃষ্টির অন্তরালের বস্তু, যা ইন্দ্রিয়ানুভূতির বাইরে। যেমন, আল্লাহ্, ফেরেশতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ।
