আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৭৯
সূরা সাজদা
মুজাহিদ (রাহঃ) বলেন, مَهِيْنٍ দুর্বল অর্থাৎ পুরুষের শুক্র। ضَلَلْنَا আমরা ধ্বংস হয়েছি। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, الْجُرُزُ -ঐ মাটি যেখানে এত সামান্য বৃষ্টি হয়, যাতে তার কোন উপকারে আসে না। يهد তাকে সঠিক পথ বলে দিয়েছি।
মুজাহিদ (রাহঃ) বলেন, مَهِيْنٍ দুর্বল অর্থাৎ পুরুষের শুক্র। ضَلَلْنَا আমরা ধ্বংস হয়েছি। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, الْجُرُزُ -ঐ মাটি যেখানে এত সামান্য বৃষ্টি হয়, যাতে তার কোন উপকারে আসে না। يهد তাকে সঠিক পথ বলে দিয়েছি।
৪৪২১। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ্ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব সামগ্রী তৈরী করে রেখেছি, যা কোন নয়ন দর্শন করেনি, কোন কর্ণ শ্রবণ করেনি এবং কোন অন্তকরণের চিন্তায় আসেনি। আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন, তোমরা চাইলে (প্রমাণ স্বরূপ) এ আয়াত তিলাওয়াত করঃ কেউ জানেনা তাদের জন্য নয়ন শীতলকারী কী লুকায়িত রাখা হয়েছে।
আলী ইবনুল মাদীনী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, আল্লাহ্ তাআলা বলেন, পরবর্তী অংশ পূর্ববর্তী হাদীসের ন্যায়।
আবু সুফিয়ান (রাযিঃ) এর কাছে জিজ্ঞাসা করা হল, আপনি কি এ হাদীস রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেছেন? তিনি বললেন, তা নয়তো কি?
আলী ইবনুল মাদীনী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, আল্লাহ্ তাআলা বলেন, পরবর্তী অংশ পূর্ববর্তী হাদীসের ন্যায়।
আবু সুফিয়ান (রাযিঃ) এর কাছে জিজ্ঞাসা করা হল, আপনি কি এ হাদীস রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেছেন? তিনি বললেন, তা নয়তো কি?
