আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭১৮
২৪৪৩। আল্লাহ তাআলার বাণীঃ عسى أن يبعثك ربك مقاما محمودا “আশা করা যায়, তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদে” ।
৪৩৬৩। ইসমাঈল ইবনে আবান (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। প্রত্যেক নবীর উম্মত নিজ নিজ নবীর অনুসরণ করবে। তারা বলবে, হে অমুক (নবী)! আপনি সুপারিশ করুন। হে অমুক (নবী)! আপনি সুপারিশ করুন। (তারা কেউ সুপারিশ করতে রাজী হবেন না।) শেষ পর্যন্ত সুপারিশের দায়িত্ব নবী (ﷺ) -এর উপর বর্তাবে। আর এ দিনেই আল্লাহ তাআলা তাকে প্রশংসিত স্থানে* (মাকামে মাহমুদে) প্রতিষ্ঠিত করবেন।**
* মাকামে মাহমুদ অর্থ প্রশংসিত স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ (ﷺ) কেই সর্বপ্রথম “শাফাআতকারীর” মর্যাদা দান করে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।
**يبعث- অর্থ প্রতিষ্ঠিত করবেন (জালালাইন)।
* মাকামে মাহমুদ অর্থ প্রশংসিত স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ (ﷺ) কেই সর্বপ্রথম “শাফাআতকারীর” মর্যাদা দান করে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।
**يبعث- অর্থ প্রতিষ্ঠিত করবেন (জালালাইন)।
