আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৬৪১
২৩৮১. আল্লাহর বাণীঃ এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়ল (৭ঃ ১৪৩) এ অধ্যায়ে আবু সাঈদ এবং আবু হুরায়রা (রাযিঃ) এর হাদীস বর্ণিত আছে নবী করীম (ﷺ) থেকে।
৪২৮৬। ইসহাক (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, ইসরাঈলীদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে, ″নতশিরে প্রবেশ কর এবং বল, আমরা ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব।″ (৭: ১৬১) এরপর তারা তার বিপরীত করল, তারা নিজেদের নিতম্বে ভর দিয়ে মাটিতে বসে বসে প্রবেশ করল এবং বলল حَبَّةٌ فِي شَعَرَةٍ যবের মধ্যে বিচি চাই।
