মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৭৯
তৃতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭৯। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ খেলাফত মদীনাতে এবং বাদশাহী হইল সিরিয়ায়।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْخِلَافَةُ بِالْمَدِينَةِ وَالْمُلْكُ بِالشَّام»
হাদীসের ব্যাখ্যা:
হযরত হাসান (রাঃ)-এর সহিত সন্ধির পর হযরত মুআবিয়া (রাঃ) তাঁহার “দারুল খিলাফত” সিরিয়াতেই স্থাপন করিয়াছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) মুদ্দতে খেলাফতে রাশেদা ত্রিশ বৎসর বলিয়াছেন। হযরত হাসান পর্যন্ত তাহা পূর্ণ হইয়া যায়। এই জন্য হযরত মুআবিয়ার শাসনামলকে “খেলাফতে রাশেদা” বলা হয় না। (তা'লীক)
