মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৮০
তৃতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৮০। হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি (স্বপ্নে) দেখিয়াছি, একটি আলোর স্তম্ভ আমার মাথার নীচ হইতে বাহির হইয়া উপরে জ্যোতির্ময় হইয়াছে—অবশেষে উহা সিরিয়ায় যাইয়া স্থির হইয়া গিয়াছে।—উক্ত হাদীস দুইটি বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে বর্ণনা করিয়াছেন।
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ عَمُودًا مِنْ نُورٍ خَرَجَ مِنْ تَحْتِ رَأْسِي سَاطِعًا حَتَّى اسْتَقَرَّ بِالشَّامِ» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «دَلَائِل النُّبُوَّة»
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবত ক্ষমতার উৎস মদীনা হইতে বাহির হইয়া পরবর্তীতে সিরিয়ায় গিয়া স্থির হইয়াছে।
