মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৭৮
তৃতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭৮। জনৈক সাহাবী হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অদূর ভবিষ্যতে সিরিয়া বিজয় হইবে। সুতরাং, যখন তোমাদিগকে সেই এলাকায় অবস্থানের সুযোগ দেওয়া হইবে, তখন তোমরা “দামেশক” নামীয় শহরকেই গ্রহণ করিবে। কেননা, উহা হইবে যুদ্ধ হইতে মুসলমানদের নিরাপদ আশ্রয়স্থল এবং শামের ডেরা। তথায় আরেকটি (মনোরম) জায়গা রহিয়াছে, যাহার নাম হইল “গোতা।”— উক্ত হাদীস দুইটি আহমদ রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنْ رَجُلٍ مِنَ الصَّحَابَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَتُفْتَحُ الشَّامُ فإِذا خُيِّرْتم المنازلَ فِيهَا فَعَلَيْكُم بِمَدِينَة يُقَال لَهُ دِمَشْقُ فَإِنَّهَا مَعْقِلُ الْمُسْلِمِينَ مِنَ الْمَلَاحِمِ وَفُسْطَاطُهَا مِنْهَا أَرْضٌ يُقَالُ لَهَا: الْغُوطَةُ . رَوَاهُمَا أَحْمَدُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৭৮ | মুসলিম বাংলা