মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৭৭
তৃতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭৭। হযরত শুরায়হ্ ইবনে ওবায়দ (রহঃ) বলেন, একদা হযরত আলী (রাঃ)-এর সম্মুখে শাম (সিরিয়া)-বাসীদের আলোচনা হয়, তখন কেহ বলিল, হে আমীরুল মু'মেনীন ! তাহাদের উপর লা'নতের বদ দোআ করুন। উত্তরে হযরত আলী (রাঃ) বলিলেন, না, (লা'নত করিব না।) কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, "আব্দাল” সিরিয়াতেই হন। তাঁহারা চল্লিশ ব্যক্তি। যখনই তাঁহাদের কেহ মৃত্যুবরণ করেন, তখনই আল্লাহ্ তা'আলা তাঁহার স্থলে আরেকজনকে নিযুক্ত করেন। তাহাদের বরকতে বৃষ্টি বর্ষিত হয়, তাহাদের উসীলায় দুশমনদের বিরুদ্ধে সাহায্য পাওয়া যায় এবং তাঁহাদের বরব বরকতে সিরিয়াবাসীদের উপর হইতে আযাব দূরীভূত করা হয়।
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ قَالَ: ذُكِرَ أَهْلُ الشَّام عِنْد عليٍّ [رَضِي الله عَنهُ] وَقِيلَ الْعَنْهُمْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ: لَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْأَبْدَالُ يَكُونُونَ بِالشَّامِ وَهُمْ أَرْبَعُونَ رَجُلًا كُلَّمَا مَاتَ رَجُلٌ أَبْدَلَ اللَّهُ مَكَانَهُ رَجُلًا يُسْقَى بِهِمُ الْغَيْثُ وَيُنْتَصَرُ بِهِمْ عَلَى الأعداءِ وَيصرف عَن أهل الشَّام بهم الْعَذَاب»
হাদীসের ব্যাখ্যা:
ابدال “আবদাল”—ইহা একটি বিশেষ আধ্যাত্মিক মর্যাদা। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, নামায, রোযা বা তাসবীহ-এর আধিক্যে কেহ তাঁহাদের উপর মর্যাদা লাভ করিতে পারিবে না; বরং উত্তম চরিত্র, নিষ্কলুষ পরহেযগারী, নিয়তের পরিচ্ছন্নতা ও অন্তরের নিষ্ঠার মাধ্যমেই তাহা অর্জিত হয়!
তাঁহাদিগকে “আবদাল” এই জন্যই বলা হয় যে, তাঁহারা যখন এক স্থান হইতে অন্যত্র চলিয়া যান, তখন তাঁহার স্থলে আরেক ব্যক্তিকে স্থাপন করা হয়। জিন জাতি যেমন বিভিন্ন আকৃতি ধারণ করিতে পারে, অনুরূপভাবে ফেরেশতা এবং আল্লাহর বিশেষ বান্দাগণও আকৃতি পরিবর্তন করিতে পারেন।
তাঁহাদিগকে “আবদাল” এই জন্যই বলা হয় যে, তাঁহারা যখন এক স্থান হইতে অন্যত্র চলিয়া যান, তখন তাঁহার স্থলে আরেক ব্যক্তিকে স্থাপন করা হয়। জিন জাতি যেমন বিভিন্ন আকৃতি ধারণ করিতে পারে, অনুরূপভাবে ফেরেশতা এবং আল্লাহর বিশেষ বান্দাগণও আকৃতি পরিবর্তন করিতে পারেন।
