মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৭৬
দ্বিতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭৬। হযরত ইবনে হাওয়ালা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অচিরেই অবস্থা এমন হইবে যে, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইয়া পড়িবে। একদল সিরিয়ায়, আরেক দল ইয়ামনে এবং আরেক দল ইরাকে হইবে। ইবনে হাওয়ালা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি যদি সেই যুগ পাই, তখন আমি কোন্ দলের সহিত থাকিব তাহা আপনি মনোনীত করিয়া দিন। তিনি বলিলেনঃ তুমি সিরিয়াকে গ্রহণ করিবে। কারণ, সিরিয়া হইল আল্লাহর পছন্দনীয় যমীন। শেষ যমানায় আল্লাহ্ তা'আলা তাঁহার নেক ও পুণ্যবান ব্যক্তিদিগকে তথায় সমবেত করিবেন। যদি তোমরা তথায় যাইতে না চাও, তাহা হইলে ইয়ামনে চলিয়া যাইবে। তোমাদের (গবাদিপশুকে) নিজেদের হাউয হইতে পানি পান করাইবে। কেননা, আল্লাহ্ তা'আলা আমার উসীলায় সিরিয়া এবং সিরিয়াবাসীর জন্য যিম্মাদার হইয়া গিয়াছেন (ফলে উহার বাসিন্দাগণ কুফরের অনিষ্টতা এবং ফেতনা-ফাসাদ হইতে নিরাপদে থাকিবে)।—আহমদ ও আবু দাউদ
عَن ابْنِ حَوَالَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «سيصير الْأَمر إِلَى أَنْ تَكُونُوا جُنُودًا مُجَنَّدَةً جُنْدٌ بِالشَّامِ وَجُنْدٌ بِالْيَمَنِ وَجُنْدٌ بِالْعِرَاقِ» . فَقَالَ ابْنُ حَوَالَةَ: خِرْ لِي يَا رَسُولَ اللَّهِ. إِنْ أَدْرَكْتُ ذَلِكَ. فَقَالَ: «عَلَيْك بِالشَّامِ فَإِنَّهَا خِيَرَةُ اللَّهِ مِنْ أَرْضِهِ يَجْتَبِي إِلَيْهَا خِيَرَتَهُ مِنْ عِبَادِهِ فَأَمَّا إِنْ أَبَيْتُمْ فَعَلَيْكُمْ بِيَمَنِكُمْ وَاسْقُوا مِنْ غُدَرِكُمْ فَإِنَّ اللَّهَ تَوَكَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

নিজের হাউয হইতে পানি পান করানোর নির্দেশ এই জন্য দেওয়া হইয়াছে, যেন এই ধরনের মামুলী ব্যাপারের সূত্র ধরিয়া অন্যের সাথে ঝগড়া-বিবাদ না ঘটে এবং কোন ফেতনার সূচনা না হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৭৬ | মুসলিম বাংলা