মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৭৫
দ্বিতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, অদূর ভবিষ্যতে এক হিজরতের পর আরেকটি হিজরত সংঘটিত হইবে। তখন উত্তম মানুষ তাহারাই হইবে, যাহারা ঐ জায়গায় হিজরত করিবে, যেই জায়গায় হযরত ইবরাহীম (আঃ) হিজরত করিয়াছিলেন (অর্থাৎ, সিরিয়ায়)।
অপর এক রেওয়ায়তে আছে, এই ধরাপৃষ্ঠে তাহারাই সর্বোত্তম যাহারা হযরত ইবরাহীমের হিজরতের স্থানকে নিজেদের হিজরতস্থল বানাইবে। এই সময় ভূপৃষ্ঠে শুধুমাত্র মন্দ লোকেরাই অবশিষ্ট থাকিবে। তাহাদেরকে তাহাদের দেশ বিতাড়িত করিবে। আল্লাহ্ তাহাদিগকে ঘৃণা করিবেন। (অতঃপর) একটি আগুন তাহাদিগকে বানর ও শূকরের দলসহ হাঁকাইয়া লইয়া যাইবে। তাহারা যেখানে রাত্রি যাপন করিবে আগুনও তথায় রাত্র কাটাইবে এবং যেখানে তাহারা দ্বিপ্রহরে বিশ্রাম করিবে, আগুনও তথায় বিশ্রাম করিবে।—আবু দাউদ
অপর এক রেওয়ায়তে আছে, এই ধরাপৃষ্ঠে তাহারাই সর্বোত্তম যাহারা হযরত ইবরাহীমের হিজরতের স্থানকে নিজেদের হিজরতস্থল বানাইবে। এই সময় ভূপৃষ্ঠে শুধুমাত্র মন্দ লোকেরাই অবশিষ্ট থাকিবে। তাহাদেরকে তাহাদের দেশ বিতাড়িত করিবে। আল্লাহ্ তাহাদিগকে ঘৃণা করিবেন। (অতঃপর) একটি আগুন তাহাদিগকে বানর ও শূকরের দলসহ হাঁকাইয়া লইয়া যাইবে। তাহারা যেখানে রাত্রি যাপন করিবে আগুনও তথায় রাত্র কাটাইবে এবং যেখানে তাহারা দ্বিপ্রহরে বিশ্রাম করিবে, আগুনও তথায় বিশ্রাম করিবে।—আবু দাউদ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهَا سَتَكُونُ هِجْرَةٌ بَعْدَ هِجْرَةٍ فَخِيَارُ النَّاسِ إِلَى مُهَاجَرِ إِبْرَاهِيمَ» . وَفِي رِوَايَةٍ: «فَخِيَارُ أَهْلِ الْأَرْضِ أَلْزَمُهُمْ مُهَاجَرَ إِبْرَاهِيمَ وَيَبْقَى فِي الْأَرْضِ شِرَارُ أَهْلِهَا تَلْفِظُهُمْ أَرَضُوهُمْ تَقْذَرُهُمْ نَفْسُ الله تَحْشُرهُمْ النَّارُ مَعَ الْقِرَدَةِ وَالْخَنَازِيرِ تَبِيتُ مَعَهُمْ إِذَا بَاتُوا وَتَقِيلُ مَعَهُمْ إِذَا قَالُوا» . رَوَاهُ أَبُو دَاوُد
