মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৬৮
প্রথম অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৬৮। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কুফরের উৎপত্তি হইবে পূর্বদিক হইতে। গর্ব-অহমিকা রহিয়াছে, পশমী তাবুর অধিবাসী ঘোড়া ও উট চালকদের মধ্যে। আর শান্তি রহিয়াছে বকরী চালকদের মধ্যে। মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَسُ الْكُفْرِ نَحْوَ الْمَشْرِقِ وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي أَهْلِ الْخَيْلِ وَالْإِبِلِ وَالْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ» مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
দাজ্জাল ও ইয়াজুজ-মাজুজ-এর আবির্ভাব পূর্ব-এশিয়া হইতে ঘটিবে। হয়তো এই হাদীসে ইহার প্রতি ইঙ্গিত করা হইয়াছে।
