মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৬৭
প্রথম অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৬৭। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, [যখন হযরত আবু মুসা আশআরী এবং তাঁহার কওমের লোকজন নবী (ছাঃ)-এর খেদমতে উপস্থিত হইলেন, তখন] নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন ইয়ামনবাসীগণ (স্বেচ্ছায়) তোমাদের নিকটে আসিয়াছেন। তাহাদের মন খুবই নরম এবং অন্তর অত্যধিক কোমল। ঈমান ইয়ামনবাসীদের মধ্যে এবং হেকমতও (বুদ্ধিমত্তা) ইয়ামনবাসীদের মধ্যে বিদ্যমান রহিয়াছে। আর গর্ব-অহমিকা রহিয়াছে উটের রাখালের কাছে, পক্ষান্তরে স্বস্তি ও শান্তি বিদ্যমান রহিয়াছে বকরী পালকদের মধ্যে। --মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَاكُم أهلُ الْيمن هم أَرقُّ أفئدَةً وَأَلْيَنُ قُلُوبًا الْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي أَصْحَابِ الْإِبِلِ وَالسَّكِينَةُ وَالْوَقَارُ فِي أهل الْغنم» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ইয়ামনবাসীরা যত সহজে ঈমান গ্রহণ করিয়াছে, আর কেহই এত সহজে ঈমান গ্রহণ করে নাই। হযরত ওমরের যুগে তাঁহাদের সহযোগিতায় সিরিয়া ও ইরাক বিজয় হয়। আর বকরী চালক ও পালকের অন্তর শান্ত ও সহিষ্ণু থাকে, পক্ষান্তরে উট, ঘোড়া ইত্যাদি চালকের অন্তর থাকে সাধারণত পাষাণ ও নিষ্ঠুর।
