মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৬৯
প্রথম অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৬৯। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এই দিক অর্থাৎ, পূর্বদিক হইতে ফেতনা-ফাসাদের উৎপত্তি হইবে। কর্কশ ভাষা ও হৃদয়ের কাঠিন্য, উট ও গরুর লেজের পাশে চীৎকারকারী, পশমী তাবুর অধিবাসী রবীআ ও মুযার গোত্রের মধ্যে রহিয়াছে। মোত্তাঃ
وَعَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِنْ هَهُنَا جَاءَتِ الْفِتَنُ - نَحْوَ الْمَشْرِقِ - وَالْجَفَاءُ وَغِلَظُ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ عِنْدَ أُصُولِ أَذْنَابِ الْإِبِلِ وَالْبَقَرِ فِي رَبِيعَةَ وَمُضَرَ» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
মরুপ্রান্তে বসবাসকারী লোক সাধারণত গবাদিপশুর পিছনে পিছনে চীৎকার দিয়া থাকে। কৃষিকার্য বা পশু পালন তাহাদের পেশা। সামাজিক সভ্যতা তথা দ্বীনী শিক্ষা-দীক্ষা ও আচার-আচরণ হইতে তাহারা সম্পূর্ণভাবে বঞ্চিত, ফলে তাহাদের ভাষার মধ্যে থাকে অশালীনতা এবং হৃদয়ের মধ্যে থাকে কঠোরতা। হুযূর (ﷺ)-এর যমানায় রবীআ ও মুযার গোত্রদ্বয় ছিল এই স্বভাব ও চরিত্রের, কাজেই তাহাদের কথা উল্লেখ করা হয়।
