মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৬৫
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৬৫। হযরত কায়স ইবনে আবু হাযেম (রাঃ) বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকের ভাতা পাঁচ পাঁচ হাজার দিরহাম (বায়তুল মাল হইতে) ধার্য ছিল। ওমর (রাঃ) বলেন, আমি অবশ্যই তাঁহাদিগকে পরবর্তী সকলের উপর মর্যাদা দিব। —বুখারী

বদর-যুদ্ধে অংশগ্রহণকারীদের নামের তালিকা ইমাম বুখারী (রহঃ) যেইভাবে তাঁহার জামেতে লিপিবদ্ধ করিয়াছেন:

(১) নবী মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ হাশেমী (ﷺ)। (২) আব্দুল্লাহ্ ইবনে ওসমান আবু বকর সিদ্দীক কোরাইশী, (৩) ওমর ইবনুল খাত্তাব আদভী, (৪) ওসমান ইবনে আফ্ফান কোরাইশী, নবী (ﷺ) তাঁহাকে তাঁহার [নবী (ﷺ)-এর] অসুস্থ কন্যা রোকাইয়া (— ওসমানের স্ত্রী)-এর দেখাশোনার জন্য মদীনায় রাখিয়া গিয়াছিলেন ; কিন্তু বদর যুদ্ধে লব্ধ গনীমতের মালের অংশ তাঁহাকেও দিয়াছিলেন। (৫) আলী ইবনে আবু তালিব হাশেমী, (৬) ইয়াস ইবনে বুকায়র, (৭) বেলাল ইবনে রাবাহ্—আবু বকরের আযাদকৃত গোলাম, (৮) হামযা ইবনে আব্দুল মুত্তালিব হাশেমী, (৯) কোরাইশদের মিত্র হাতের ইবনে আবি বালতাআ, (১০) আবু হোযায়ফা ইবনে উতবা ইবনে রবীআ কোরাইশী, (১১) হারেসা ইবনে রুবাইয়ে' আনসারী, ইনি হারেসা ইবনে সুরাকা নামেও পরিচিত। তিনি বদর যুদ্ধে শহীদ হইয়াছেন। তিনি এই যুদ্ধে পর্যবেক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। (১২) খোবায়ব ইবনে আদী আনসারী, (১৩) খোনায়স ইবনে হোযাফা সামী, (১৪) রেফাআ ইবনে রাফে' আনসারী, (১৫) রেফাআ ইবনে আব্দুল মুনযির, ইনি আবু লুবাবা আনসারী নামেও পরিচিত। (১৬) যুবায়র ইবনুল আওয়াম কোরাইশী, (১৭) যায়দ ইবনে সাল আবু তালহা আনসারী, (১৮) আবু যায়দ আনসারী, (১৯) সা'দ ইবনে মালেক যুহরী, (২০) সা'দ ইবনে খাওলা কোরাইশী, (২১) সাঈদ ইবনে যায়দ ইবনে আমর ইবনে নুফায়ল কোরাইশী, (২২) সাহল ইবনে হোনায়ফ আনসারী, (২৩) যোহায়র ইবনে রাফে' আনসারী, এবং (২৪) তাহার ভাই। (২৫) আব্দুল্লাহ্ ইবনে মাসউদ হুযালী, (২৬) আব্দুর রহমান ইবনে আওফ যুহরী, (২৭) ওবায়দাহ্ ইবনুল হারেস কোরাইশী, (২৮) ওবাদাহ্ ইবনে সামেত আনসারী, (২৯) আমর ইবনে আওফ বনী আমের ইবনে লুয়াইয়ের মিত্র। (৩০) উকবা ইবনে আমর আনসারী, (৩১) আমের ইবনে রবীআ' আনাযী, (৩২) আসেম ইবনে সাবেত আনসারী। (৩৩) ওয়াইম ইবনে সায়েদা আনসারী, (৩৪) ইতবান ইবনে মালেক জঘথঘআনসারী, (৩৫) কোদামা ইবনে মাযউন, (৩৬) কাতাদাহ্ ইবনে নো'মান আনসারী, (৩৭) মুআয ইবনে আমর ইবনে জমূহ, (৩৮) মুআববের ইবনে আফরা, এবং (৩৯) তাঁহার ভাই। (৪০) মালেক ইবনে রবীআ, (৪১) আবু উসায়দ আনসারী, (৪২) মিসতাহ ইবনে উসাসাহ্ ইবনে আব্বাদ ইবনে মুত্তালিব ইবনে আব্দে মুনাফ, (৪৩) মুরারাহ্ ইবনে রবী' আনসারী, (৪৪) মাআন ইবনে আদী আনসারী, (৪৫) বনু যুহরার মিত্র—মিক্‌দাদ ইবনে আমর কিন্দী, এবং (৪৬) হেলাল ইবনে উমাইয়াহ্ আনসারী (রাযিআল্লাহু আনহুম আজমাঈন)।
وَعَن قيس بن حَازِم قَالَ: كَانَ عَطَاءُ الْبَدْرِيِّينَ خَمْسَةُ آلَافٍ. وَقَالَ عُمَرُ: لَأُفَضِّلَنَّهُمْ على مَنْ بَعدَهم. رَوَاهُ البُخَارِيّ

بَاب تَسْمِيَة من سمي من أهل الْبَدْر فِي «الْجَامِعِ لِلْبُخَارِيِّ»
1 - النَّبِيُّ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَاشِمِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
2 - عَبْدَ اللَّهِ بْنَ عُثْمَانَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ الْقُرَشِيُّ.
3 - عُمَرُ بْنُ الْخَطَّابِ الْعَدوي.
4 - عُثْمَان بن عَفَّان خَلفه النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَلَى ابْنَتِهِ رُقَيَّةَ وَضَرَبَ لَهُ بِسَهْمِهِ.
5 - عَلِيُّ بن أبي طَالب الْهَاشِمِي.
6 - إِياس بن البُكَيْر.
7 - بِلَالُ بْنُ رَبَاحٍ مَوْلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ.
8 - حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ الْهَاشِمِيُّ.
9 - حَاطِبُ بْنُ أبي بلتعة حليفٌ لقريش.
10 - أَبُو حُذَيْفَةَ بْنُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ الْقُرَشِيُّ.
11 - حَارِثَةُ بْنُ الرُّبَيِّعِ الْأَنْصَارِيُّ قُتِلَ يَوْمَ بَدْرٍ وَهُوَ حَارِثَةُ بْنُ سُرَاقَةَ كَانَ فِي النَّظَّارَةِ.
12 - خُبَيْبُ بْنُ عَدِيٍّ الْأَنْصَارِيُّ.
13 - خُنَيْسُ بْنُ حُذَافَةَ السَّهْمِيُّ.
14 - رِفَاعَةُ بْنُ رَافِعٍ الْأَنْصَارِيُّ.
15 - رِفَاعَةُ بْنُ عَبْدِ الْمُنْذِرِ أَبُو لُبَابَةَ الْأَنْصَارِيُّ.
16 - الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ الْقُرَشِيُّ.
17 - زَيْدُ بْنُ سَهْلٍ أَبُو طَلْحَةَ الْأَنْصَارِيُّ.
18 - أَبُو زَيْدٍ الْأَنْصَارِيُّ.
19 - سَعْدُ بْنُ مَالِكٍ الزُّهْرِيُّ.
20 - سَعْدُ بْنُ خَوْلَةَ الْقُرَشِيُّ.
21 - سَعِيدُ بْنُ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ الْقُرَشِيُّ.
22 - سَهْلُ بْنُ حُنَيْفٍ الْأَنْصَارِيُّ.
23 - ظُهَيْرُ بْنُ رَافِعٍ الْأَنْصَارِيُّ.
24 - وَأَخُوهُ.
25 - عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ الْهُذَلِيُّ.
26 - عَبْدُ الرَّحْمَنِ بن عَوْف الزُّهْرِيّ.
27 - عُبَيْدةُ بن الْحَارِث الْقرشِي.
28 - عبادةُ بن الصَّامِت الْأنْصَارِيّ.
29 - عَمْرو بْنُ عَوْفٍ حَلِيفُ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ.
30 - عُقْبَةُ بْنُ عَمْرٍو الْأَنْصَارِيُّ.
31 - عَامِرُ بْنُ رَبِيعَةَ الْعَنَزِيُّ.
32 - عَاصِمُ بْنُ ثَابِتٍ الْأَنْصَارِيُّ.
33 - عُوَيْمُ بْنُ سَاعِدَةَ الْأَنْصَارِيُّ.
34 - عِتْبَانُ بْنُ مَالِكٍ الْأَنْصَارِيُّ.
35 - قُدَامَةُ بْنُ مَظْعُونٍ.
36 - قَتَادَةُ بْنُ النُّعْمَانِ الْأَنْصَارِيُّ.
37 - مُعَاذُ بن عَمْرو بن الجموح.
38 - معوذ بن عَفْرَاءَ.
39 - وَأَخُوهُ.
40 - مَالِكُ بْنُ رَبِيعَةَ أَبُو أُسَيْدٍ الْأَنْصَارِيُّ.
41 - مِسْطَحُ بْنُ أُثَاثَةَ بْنِ عَبَّادِ بْنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ مَنَافٍ.
42 - مُرَارَةُ بْنُ الرَّبِيعِ الْأَنْصَارِيُّ.
43 - مَعْنُ بْنُ عَدِيٍّ الْأَنْصَارِيُّ.
44 - مِقْدَادُ بْنُ عَمْرٍو الْكِنْدِيُّ حَلِيفُ بَنِي زُهْرَةَ.
45 - هِلَالُ بْنُ أُميَّة الْأنْصَارِيّ رَضِي الله عَنْهُم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৬৫ | মুসলিম বাংলা