মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৬৪
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৬৪। হযরত কাতাদাহ্ (রাঃ) বলেন, আরবের গোত্রসমূহের কোন গোত্রের শহীদের সংখ্যা কিয়ামতের দিন আনসারদের অপেক্ষা অধিক এবং প্রিয়তর হইবে বলিয়া আমাদের জানা নাই। কাতাদাহ্ বলেন, আনাস (রাঃ) বলিয়াছেন, তাঁহাদের মধ্য হইতে সত্তরজন “ওহুদের দিন”, সত্তরজন “বীরে মাউনার দিন” এবং হযরত আবু বকরের খেলাফত আমলে সত্তরজন “ইয়ামামার দিন” শহীদ হইয়াছেন। —বুখারী
وَعَنْ قَتَادَةَ قَالَ مَا نَعْلَمُ حَيًّا مِنْ أَحْيَاءِ الْعَرَبِ أَكْثَرَ شَهِيدًا أَعَزَّ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْأَنْصَارِ. قَالَ: وَقَالَ أَنَسٌ: قُتِلَ مِنْهُمْ يَوْمَ أُحُدٍ سَبْعُونَ وَيَوْمَ بِئْرِ مَعُونَةَ سَبْعُونَ وَيَوْمَ الْيَمَامَةِ عَلَى عَهْدِ أَبِي بَكْرٍ سَبْعُونَ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
অপর এক বর্ণনায় আছে, ওহুদের যুদ্ধে আনসারদের চৌষট্টিজন এবং মুহাজিরদের ছয়জন শহীদ হইয়াছেন। ইবনে হেব্বান এই বর্ণনাটিকে সহীহ্ বলিয়াছেন।
