মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৬৩
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৬৩। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) হইতে বর্ণিত, একবার আনসারগণ রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিলেন, হে আল্লাহর নবী ! প্রত্যেক নবীরই একদল অনুসরণকারী থাকে। (অনুরূপভাবে) আমরাও আপনার অনুসরণ করিয়া আসিতেছি। অতএব, আপনি আল্লাহর নিকট দোআ করুন, তিনি যেন আমাদের অনুসারীদিগকেও আমাদের দলভুক্ত করেন। তখন তিনি সেই মত দোআ করিলেন। -বুখারী
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَتِ الْأَنْصَارُ: يَا نَبِيَّ اللَّهِ لِكُلِّ نَبِيٍّ أَتْبَاعٌ وَإِنَّا قَدِ اتَّبَعْنَاكَ فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَ أَتْبَاعَنَا منا فَدَعَا بِهِ رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আমাদের ভবিষ্যৎ বংশধর, আমাদের সংশ্লিষ্ট সকলেই যেন আমাদের পদাংক অনুসরণ করিয়া চলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৬৩ | মুসলিম বাংলা