মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৫৯
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৫৯। হযরত জাবের (রাঃ) বলেন, হযরত ওমর (রাঃ) বলিতেন, আবু বকর (রাঃ) আমাদের সরদার। তিনি আমাদের আরেকজন সরদারকে আযাদ করিয়াছেন। অর্থাৎ, বেলালকে।— বুখারী
وَعَن جَابر قا ل: كَانَ عُمَرُ يَقُولُ: أَبُو بَكْرٍ سَيِّدُنَا وَأَعْتَقَ سَيِّدَنَا يَعْنِي بِلَالًا. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত ওমরের উদ্দেশ্য হইল যে, কোন ব্যক্তি বংশ ও সামাজিক দিক দিয়া দীনহীন হইয়া থাকিলেও ইসলাম গ্রহণে অগ্রগামী ও ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহর নিকট সে বহু প্রভাবশালী ব্যক্তির তুলনায় উত্তম ও মর্যাদাবান হইয়া থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৫৯ | মুসলিম বাংলা