মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৬০
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৬০। হযরত কায়স ইবনে আবু হাযেম (রাঃ) বলেন, হযরত বেলাল (রাঃ) হযরত আবু বকর (রাঃ)-কে বলিলেন, আপনি যদি আমাকে নিজের জন্য খরিদ করিয়া থাকেন, তাহা হইলে আমাকে আপনার নিজ খেদমতে আটকাইয়া রাখুন। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খরিদ করিয়া থাকেন, তবে আমাকে আল্লাহর কাজে আযাদ ছাড়িয়া দিন। – বুখারী
وَعَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ أَنَّ بِلَالًا قَالَ لِأَبِي بَكْرٍ: إِنْ كُنْتَ إِنَّمَا اشْتَرَيْتَنِي لِنَفْسِكَ فَأَمْسِكْنِي وَإِنْ كُنْتَ إِنَّمَا اشْتَرَيْتَنِي لِلَّهِ فَدَعْنِي وَعمل الله. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবু বকর (রাঃ) হযরত বেলালকে তাঁহার মনিব উমাইয়া ইবনে খলফ হইতে খরিদ করিয়া আযাদ করিয়া দিয়াছেন। হিজরতের পর বেলাল মসজিদে নববীতে 'মুয়াযযিনে রাসূল' হিসাবে দায়িত্ব পালন করিতে থাকেন। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ওফাতের পর হযরত বেলাল এই বলিয়া মদীনা ত্যাগ করিতে চাহিলেন যে, আল্লাহর রাসূলের অনুপস্থিতিতে আমি মদীনায় থাকিতে পারিব না। তখন হযরত আবু বকর তাঁহাকে মদীনা ত্যাগে বাধা দিলে হযরত বেলাল উপরোক্ত কথাটি বলিয়াছিলেন। ইতিহাস হইতে জানা যায়, তখন হযরত বেলাল সিরিয়ায় চলিয়া যান এবং মৃত্যু পর্যন্ত তথায় থাকেন এবং দামেশকের “বাবে ছোগরায়” চির নিদ্রায় শুইয়া আছেন।
