মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৫৮
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৫৮। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ চার ব্যক্তির সাথে মহব্বত করিবার জন্য সুমহান বরকতময় আল্লাহ্ তা'আলা আমাকে নির্দেশ করিয়াছেন। আমাকে ইহাও জানাইয়াছেন যে, তিনিও তাঁহাদিগকে ভালবাসেন। জিজ্ঞাসা করা হইল; ইয়া রাসূলাল্লাহ্! (অনুগ্রহপূর্বক) আমাদিগকে তাঁহাদের নামগুলি বলিয়া দিন। তিনি বলিলেনঃ তাঁহাদের মধ্যে আলীও রহিয়াছেন। এই কথাটি তিনি তিনবার বলিলেন এবং (বাকী তিন জন হইলেন) আবু যর, মিকদাদ ও সালমান। তাঁহাদিগকে মহব্বত করিবার জন্য আমাকে তিনি হুকুম করিয়াছেন এবং আমাকে এই সংবাদও দিয়াছেন যে, তিনি তাঁহাদিগকে মহব্বত করেন। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান গরীব।
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى أَمرنِي بِحُبِّ أَرْبَعَةٍ وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ» . قِيلَ يَا رَسُولَ اللَّهِ سَمِّهِمْ لَنَا قَالَ: «عَلِيٌّ مِنْهُمْ» يَقُولُ ذَلِكَ ثَلَاثًا «وَأَبُو ذَرٍّ وَالْمِقْدَادُ وَسَلْمَانُ أَمرنِي بحبِّهم وَأَخْبرنِي أَنه يحبُّهم» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
