মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৮০
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৮০। হযরত উম্মুল ফযল বিনতে হারেস (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যাইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আজ রাত্রে আমি খারাপ একটি স্বপ্ন দেখিয়াছি। তিনি বলিলেন, সেই স্বপ্নটা কি? উম্মুল ফযল বলিলেন, উহা অতি ভয়ানক। তিনি পুনরায় বলিলেন, আরে বল না, সেই স্বপ্নটা কি? তখন উম্মুল ফযল বলিলেন, আমি দেখিয়াছি, আপনার দেহ মুবারক হইতে যেন এক টুকরা গোশত কর্তন করা হইয়াছে এবং উহা আমার কোলে রাখা হইয়াছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তুমি খুব উত্তম ও চমৎকার স্বপ্নই দেখিয়াছ। ইন্শাআল্লাহ্ কন্যা ফাতেমা একটি ছেলে সন্তান প্রসব করিবে, যাহা তোমার কোলেই রাখা হইবে। সুতরাং কিছু দিন পর ফাতেমার গর্ভে হোসাইন জন্মগ্রহণ করিলেন এবং তাহাকে আমার কোলেই রাখা হইল, যেমনটি রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছিলেন।
(উম্মুল ফযল বলেন,) ইহার পর একদিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলাম এবং বাচ্চাটিকে (শিশু হোসাইনকে) তাঁহার কোলে রাখিলাম। অতঃপর আমি (অন্য মনষ্কে) আরেক দিকে দেখিতেছিলাম। হঠাৎ এইদিকে ফিরিয়া তাকাইতেই দেখিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চক্ষুদ্বয় হইতে অশ্রু প্রবাহিত হইতেছে। উম্মুল ফযল বলেন, তখন আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর নবী! আপনার প্রতি আমার পিতা-মাতা কোরবান হউন, আপনার কি হইয়াছে ? তিনি বলিলেন, এইমাত্র হযরত জিবরাঈল (আঃ) আসিয়া আমাকে বলিয়া গেলেন যে, অদূর ভবিষ্যতে আমার উম্মতেরা আমার এই পুত্রটিকে কতল করিবে। [নবী (ﷺ) বলেন,] আমি বিস্ময় প্রকাশে জিবরাঈলকে জিজ্ঞাসা করিলাম, আমার এই পুত্রটিকে কি তাহারা কতল করিবে? জিবরাঈল বলিলেন, হ্যাঁ এবং ঐ জায়গার লাল মাটি আনিয়াও আমাকে দেখাইয়াছেন, যেইখানে তাহাকে কতল করা হইবে।
(উম্মুল ফযল বলেন,) ইহার পর একদিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলাম এবং বাচ্চাটিকে (শিশু হোসাইনকে) তাঁহার কোলে রাখিলাম। অতঃপর আমি (অন্য মনষ্কে) আরেক দিকে দেখিতেছিলাম। হঠাৎ এইদিকে ফিরিয়া তাকাইতেই দেখিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চক্ষুদ্বয় হইতে অশ্রু প্রবাহিত হইতেছে। উম্মুল ফযল বলেন, তখন আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর নবী! আপনার প্রতি আমার পিতা-মাতা কোরবান হউন, আপনার কি হইয়াছে ? তিনি বলিলেন, এইমাত্র হযরত জিবরাঈল (আঃ) আসিয়া আমাকে বলিয়া গেলেন যে, অদূর ভবিষ্যতে আমার উম্মতেরা আমার এই পুত্রটিকে কতল করিবে। [নবী (ﷺ) বলেন,] আমি বিস্ময় প্রকাশে জিবরাঈলকে জিজ্ঞাসা করিলাম, আমার এই পুত্রটিকে কি তাহারা কতল করিবে? জিবরাঈল বলিলেন, হ্যাঁ এবং ঐ জায়গার লাল মাটি আনিয়াও আমাকে দেখাইয়াছেন, যেইখানে তাহাকে কতল করা হইবে।
وَعَن أمِّ الْفضل بنت الْحَارِث أَنَّهَا دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَأَيْتُ حُلْمًا مُنْكَرًا اللَّيْلَةَ. قَالَ: «وَمَا هُوَ؟» قَالَتْ: إِنَّهُ شَدِيدٌ قَالَ: «وَمَا هُوَ؟» قَالَتْ: رَأَيْتُ كَأَنَّ قِطْعَةً مِنْ جَسَدِكَ قُطِعَتْ وَوُضِعَتْ فِي حِجْرِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتِ خَيْرًا تَلِدُ فَاطِمَةُ إِنْ شَاءَ اللَّهُ غُلَامًا يَكُونُ فِي حِجْرِكِ» . فَوَلَدَتْ فَاطِمَةُ الْحُسَيْنَ فَكَانَ فِي حِجْرِي كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَدَخَلْتُ يَوْمًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعْتُهُ فِي حِجْرِهِ ثُمَّ كَانَتْ مِنِّي الْتِفَاتَةٌ فَإِذَا عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَهْرِيقَانِ الدُّمُوعَ قَالَتْ: فَقُلْتُ: يَا نبيَّ الله بِأبي أَنْت وَأمي مَالك؟ قَالَ: أَتَانِي جِبْرِيل عَلَيْهِ السَّلَامُ فَأَخْبَرَنِي أَنَّ أُمَّتِي سَتَقْتُلُ ابْنِي هَذَا فَقُلْتُ: هَذَا؟ قَالَ: نَعَمْ وَأَتَانِي بِتُرْبَةٍ من تربته حَمْرَاء
