মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৭৯
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭৯। হযরত আনাস (রাঃ) বলেন, যখন হযরত হোসাইনের পবিত্র শির (কুফার আমীর) ওবায়দুল্লাহ্ ইবনে যিয়াদের নিকট আনা হইল এবং তাহা একটি বড় খাঞ্চায় রাখা হইল, তখন (হতভাগা) ইবনে যিয়াদ তাঁহার মুখের মধ্যে (ছড়ি দ্বারা) টোকা দিতে লাগিল এবং তাঁহার সৌন্দর্য সম্পর্কে বিরূপ মন্তব্য করিল। হযরত আনাস বলেন, তখন আমি বলিলাম, আল্লাহর কসম! হোসাইনের আকৃতি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আকৃতির সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। আর তখন তাঁহার চুল ও দাড়ির মধ্যে “ওয়াসমা” ঘাসের খেযাব লাগান ছিল। —বুখারী
আর তিরমিযীর রেওয়ায়তে আছে—হযরত আনাস (রাঃ) বলেন, আমি ইবনে যিয়াদের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় হযরত হোসাইনের পবিত্র শির আনা হইল, তখন ইবনে যিয়াদ হাতের ছড়ি দ্বারা তাঁহার নাকের মধ্যে আঘাত করিতে করিতে তিরস্কারের সুরে বলিল, এতো সুন্দর চেহারা আমি কখনও দেখি নাই। (আনাস বলেন,) তখন আমি তাহার কথার প্রতিবাদে বলিলাম, সাবধান! হোসাইন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আকৃতির সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ছিলেন। তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি সহীহ্, হাসান ও গরীব।
আর তিরমিযীর রেওয়ায়তে আছে—হযরত আনাস (রাঃ) বলেন, আমি ইবনে যিয়াদের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় হযরত হোসাইনের পবিত্র শির আনা হইল, তখন ইবনে যিয়াদ হাতের ছড়ি দ্বারা তাঁহার নাকের মধ্যে আঘাত করিতে করিতে তিরস্কারের সুরে বলিল, এতো সুন্দর চেহারা আমি কখনও দেখি নাই। (আনাস বলেন,) তখন আমি তাহার কথার প্রতিবাদে বলিলাম, সাবধান! হোসাইন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আকৃতির সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ছিলেন। তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি সহীহ্, হাসান ও গরীব।
وَعَن أنس قَالَ: أَتَى عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ بِرَأْسِ الْحُسَيْنِ فَجُعِلَ فِي طَسْتٍ فَجَعَلَ يَنْكُتُ وَقَالَ فِي حُسْنِهِ شَيْئًا قَالَ أَنَسٌ: فَقُلْتُ: وَاللَّهِ إِنَّهُ كَانَ أَشْبَهَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ مَخْضُوبًا بِالْوَسِمَةِ. رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ زِيَادٍ فَجِيءَ بِرَأْسِ الْحُسَيْنِ فَجَعَلَ يَضْرِبُ بِقَضِيبٍ فِي أَنْفِهِ وَيَقُولُ: مَا رَأَيْتُ مِثْلَ هَذَا حسنا. فَقلت: أما إِنَّهُ كَانَ أَشْبَهَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَالَ: هَذَا حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ غَرِيب
