মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৭৮
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭৮। হযরত ওকবা ইবনে হারেস (রাঃ) বলেন, হযরত আবু বকর [(রাঃ) তাঁহার খেলাফত যুগে] একদিন আসরের নামাযের পর বাহির হইয়া পায়চারি করিতেছিলেন, তাঁহার সাথে হযরত আলী (রাঃ)-ও ছিলেন। আবু বকর দেখিলেন, হাসান অন্যান্য বাচ্চাদের সহিত খেলাধুলা করিতেছেন, তখন তিনি তাঁহাকে তুলিয়া নিজের কাঁধে বসাইলেন এবং বলিলেন, আমার পিতা কোরবান হউন, ইনি তো নবী (ﷺ)-এর অবিকল সদৃশ। আলীর সাথে কোন সাদৃশ্য নাই, তখন আলী হাসিতেছিলেন। —বুখারী
اَلْفصْلُ الثَّالِثُ
عَن عقبةَ بن الْحَارِث قَالَ: صَلَّى أَبُو بَكْرٍ الْعَصْرَ ثُمَّ خَرَجَ يَمْشِي وَمَعَهُ عَلِيٌّ فَرَأَى الْحَسَنَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَحَمَلَهُ عَلَى عَاتِقِهِ. وَقَالَ: بِأَبِي شَبِيهٌ بِالنَّبِيِّ لَيْسَ شَبِيهًا بِعَلِيٍّ وَعَلِيٌّ يَضْحَكُ. رَوَاهُ الْبُخَارِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৭৮ | মুসলিম বাংলা