মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৭৭
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭৭। হযরত উসামা (রাঃ) বলেন, একদা আমি [নবী করীম (ﷺ)-এর ঘরের দরজায়] বসা ছিলাম। এমন সময় হঠাৎ হযরত আলী ও আব্বাস (রাঃ) আসিয়া ভিতরে প্রবেশের অনুমতি চাহিলেন। তখন তাঁহারা দুইজনে উসামাকে বলিলেন, আমাদের জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যাওয়ার অনুমতি লইয়া আস। (উসামা বলেন,) আমি যাইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আলী ও আব্বাস আপনার অনুমতি চাহিতেছেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ (হে উসামা !) তুমি কি জান, তাঁহারা দুইজন কেন আসিয়াছে ? আমি বলিলাম, জি-না, আমি জানি না। নবী (ﷺ) বলিলেন, কিন্তু আমি জানি, আচ্ছা তাহাদিগকে আসিতে বল। অতঃপর তাঁহারা উভয়ে প্রবেশ করিলেন। এইবার তাঁহারা উভয়ে বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ । আমরা আপনাকে এই কথাটি জিজ্ঞাসা করিতে আসিয়াছি, আপনার আহলে বায়তের মধ্যে কে আপনার নিকট অধিক প্রিয়? উত্তরে তিনি বলিলেন, ফাতেমা বিনতে মুহাম্মাদ (ﷺ)। তাঁহারা বলিলেন, আপনার পরিবার সম্পর্কে আমরা জিজ্ঞাসা করিতে আসি নাই। তিনি বলিলেন, আমার সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সেই ব্যক্তিই আমার নিকট সর্বাপেক্ষা অধিক প্রিয়, যাহার প্রতি আল্লাহ্ অনুগ্রহ করিয়াছেন এবং আমিও তাহার প্রতি অনুগ্রহ করিয়াছি, সে হইল উসামা ইবনে যায়দ। তাঁহারা পুনরায় জিজ্ঞাসা করিলেন, তাঁহার পরে কে? তিনি বলিলেন, অতঃপর আলী ইবনে আবু তালিব। অতঃপর আব্বাস বলিয়া উঠিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আপনার চাচাকে সকলের শেষে রাখিলেন? নবী (ﷺ) বলিলেন, আলী তো হিজরতে আপনার অগ্রগামী রহিয়াছে। —তিরমিযী। আর أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ হাদীসটি যাকাত পর্বে বর্ণিত হইয়াছে।
وَعَن أُسَامَة قَالَ: كُنْتُ جَالِسًا إِذْ جَاءَ عَلِيٌّ وَالْعَبَّاسُ يستأذنان فَقَالَا لِأُسَامَةَ: اسْتَأْذِنْ لَنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ الله عَلِيٌّ وَالْعَبَّاسُ يَسْتَأْذِنَانِ. فَقَالَ: «أَتَدْرِي مَا جَاءَ بهما؟» قلت: لَا. قَالَ: «لكني أَدْرِي فَأذن لَهما» فدخلا فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ جِئْنَاكَ نَسْأَلُكَ أَيُّ أَهْلِكَ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ» فَقَالَا: مَا جِئْنَاكَ نَسْأَلُكَ عَنْ أَهْلِكَ قَالَ: أَحَبُّ أَهْلِي إِلَيَّ مَنْ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتُ عَلَيْهِ: أُسَامَةُ بْنُ زَيْدٍ قَالَا: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ» فَقَالَ الْعَبَّاسُ: يَا رَسُولَ اللَّهِ جَعَلْتَ عَمَّكَ آخِرَهُمْ؟ قَالَ: «إِنَّ عَلِيًّا سَبَقَكَ بِالْهِجْرَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَذَكَرَ أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ فِي «كتاب الزَّكَاة»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আলী (রাঃ) মর্যাদায় যে উসামা হইতে অনেক উত্তম ছিলেন, তাহা ইজ্মা দ্বারা প্রমাণিত। সুতরাং মর্যাদাবান হওয়া এবং প্রিয়তর হওয়া এক নহে। হযরত আব্বাস ইসলাম গ্রহণ করার পর ৮ম হিজরীতে মক্কা বিজয়ের সময় হিজরত করিয়াছেন। এই হিসাবে হযরত আলী (রাঃ) মর্যাদায় আব্বাসের চাইতে উপরে রহিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৭৭ | মুসলিম বাংলা