মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৭৬
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা নবী (ﷺ) উসামার নাকের শ্লেষ্মা দূর করিতে চাহিলে আয়েশা (রাঃ) বলিলেন, আপনি ইহা রাখুন; এই কাজটি আমিই করিব। তখন নবী (ﷺ) বলিলেনঃ হে আয়েশা ! তুমি উসামাকে স্নেহ করিও। কেননা, আমি তাহাকে অত্যধিক ভালবাসি। —তিরমিযী
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنَحِّي مُخَاطَ أُسَامَةَ. قَالَتْ عَائِشَةُ: دَعْنِي حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَفْعَلُ. قَالَ: «يَا عَائِشَةُ أَحِبِّيهِ فَإِنِّي أُحِبُّهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৭৬ | মুসলিম বাংলা