মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৭৫
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭৫। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর রোগ যখন খুব বাড়িয়া গেল, তখন আমি ও অন্যান্য লোকেরা মদীনায় অবতরণ করিলাম। অতঃপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলাম। এই সময় তিনি নীরব হইয়া রহিয়াছিলেন। কথাবার্তা বলিতে পারিতেছিলেন না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার গায়ের উপর তাঁহার উভয় হাত রাখিলেন। তারপর হাত দুইটি উপরে উঠাইলেন। তখন আমি বুঝিতে পারিলাম যে, তিনি আমার জন্য দো'আ করিতেছেন। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَبَطْتُ وَهَبَطَ النَّاسُ الْمَدِينَةَ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أُصْمِتَ فَلَمْ يَتَكَلَّمْ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ عَليّ يَدَيْهِ وَيَرْفَعُهُمَا فَأَعْرِفُ أَنَّهُ يَدْعُو لِي. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ (ﷺ) ওফাতের মাত্র কয়েকদিন পূর্বে সুস্থাবস্থায় হযরত উসামা ইবনে যায়দের নেতৃত্বে একটি সেনাবাহিনী প্রস্তুত করিয়া যুদ্ধের জন্য রওয়ানা করিয়াছিলেন। সেনাদল মদীনার অনতিদূরে “জারফ” নামক স্থানে অবস্থান করিতেছিল। ঠিক এমন সময় হঠাৎ নবী (ﷺ)-এর রোগ বাড়িয়া যাওয়ায় সেনাদল মদীনায় ফিরিয়া আসিল। উসামাকে দেখিয়া তখন নবী (ﷺ) তাহার জন্য দো'আ করিলেন।
