মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৭৪
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭৪। হযরত জাবালা ইবনে হারেসা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার ভাই যায়দকে আমার সাথে পাঠাইয়া দিন। জবাবে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ এই তো যায়দ। যদি সে তোমার সাথে চলিয়া যাইতে চায়, আমি তাহাকে বাধা দিব না। এই কথা শুনিয়া যায়দ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম! আপনার উপর আমি অন্য আর কাহাকেও প্রাধান্য দিব না। (যায়দের এই কথা শুনিয়া) জাবালা বলেন, পরবর্তীতে আমি বুঝিতে পারিলাম, আমার সিদ্ধান্ত অপেক্ষা আমার ভাই যায়দের সিদ্ধান্তই ছিল উত্তম। – তিরমিযী
وَعَن جبلة بن حارثةَ قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ابْعَثْ مَعِي أَخِي زَيْدًا. قَالَ: «هُوَ ذَا فَإِنِ انْطَلَقَ مَعَكَ لَمْ أَمْنَعْهُ» قَالَ زَيْدٌ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَا أَخْتَارُ عَلَيْكَ أَحَدًا. قَالَ: فَرَأَيْتُ رَأْيَ أَخِي أَفْضَلَ مِنْ رَأْيِي. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

“জাবালা” ছিলেন যায়দের বড় ভাই। যায়দ তাঁহার পিতা-মাতা ও বংশ-খান্দান তথা আপনজনদের নিকটে যাওয়া অপেক্ষা নবী (ﷺ)-এর খেদমতে থাকাকেই অগ্রাধিকার দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৭৪ | মুসলিম বাংলা