মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৭৩
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭৩। হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত যে, তিনি হযরত উসামা ইবনে যায়দের জন্য (বাৎসরিক ভাতা) সাড়ে তিন হাজার দিরহাম নির্ধারণ করিলেন এবং (নিজের পুত্র) আব্দুল্লাহ্ ইবনে ওমরের জন্য নির্ধারণ করিলেন তিন হাজার। তখন আব্দুল্লাহ্ ইবনে ওমর তাঁহার পিতাকে বলিলেন; কেন আপনি উসামাকে আমার উপর প্রাধান্য দিয়াছেন ? আল্লাহর কসম! কোন অভিযানেই উসামা আমার অগ্রগামী ছিলেন না। উত্তরে হযরত ওমর (রাঃ) বলিলেন, ইহার কারণ হইল এই যে, তোমার পিতা (আমি ওমর) অপেক্ষা তাহার পিতা (যায়দ) রাসুলুল্লাহ্ (ﷺ)-এর নিকট অধিক প্রিয় ছিলেন। এতদ্ভিন্ন তোমা অপেক্ষা হযরত উসামা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট বেশী প্রিয় ছিলেন। সুতরাং আমি আমার প্রিয়জনের উপর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রিয়জনকে প্রাধান্য দিয়াছি। —তিরমিযী
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ فَرَضَ لِأُسَامَةَ فِي ثَلَاثَةِ آلَافٍ وَخَمْسِمِائَةٍ وَفَرَضَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي ثَلَاثَةِ آلَافٍ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لِأَبِيهِ: لِمَ فَضَّلْتَ أُسَامَة عَليّ؟ فو الله مَا سَبَقَنِي إِلَى مَشْهَدٍ. قَالَ: لِأَنَّ زَيْدًا كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَبِيكَ وَكَانَ أُسَامَةُ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْكَ فَآثَرْتُ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حبي. رَوَاهُ التِّرْمِذِيّ
