মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৮১
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৮১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, ঘুমন্ত ব্যক্তি যেইভাবে কিছু দেখে, অনুরূপভাবে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে একদা দ্বিপ্রহরে ধুলাবালি আবৃত এলোমেলো অবস্থায় দেখিলাম। তাহার হাতের মধ্যে রক্তে পরিপূর্ণ একটি শিশি। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতা-মাতা আপনার প্রতি কোরবান হউন। ইহা কি ? তিনি বলিলেনঃ ইহা হোসাইন এবং তাহার সঙ্গীদের রক্ত, যাহা আমি আজকের দিন অত্র শিশিতে উঠাইয়া রাখিতেছি। হযরত ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্নের সেই সময়টি স্মরণে রাখি। পরে দেখিতে পাইলাম, হযরত হোসাইন ঠিক সেই ওয়াক্তেই নিহত হইয়াছেন। — হাদীস দুইটি বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে ও আহমদ শেষের হাদীসটি বর্ণনা করিয়াছেন।
وَعَن ابْن عَبَّاس قَالَ: رَأَيْت النَّبِي صلى الله عَلَيْهِ وسل فِيمَا يَرَى النَّائِمُ ذَاتَ يَوْمٍ بِنِصْفِ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ بِيَدِهِ قَارُورَةٌ فِيهَا دَمٌ فَقُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي مَا هَذَا؟ قَالَ: «هَذَا دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ وَلَمْ أَزَلْ أَلْتَقِطُهُ مُنْذُ الْيَوْم» فأحصي ذَلِك الْوَقْت فأجد قبل ذَلِكَ الْوَقْتِ. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «دَلَائِلِ النُّبُوَّةِ» وَأحمد الْأَخير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৮১ | মুসলিম বাংলা