মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৭০
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭০। হযরত আলী (রাঃ) বলিয়াছেন, হাসান হইলেন (চেহারা-আকৃতি-অবয়বে) মাথা হইতে বক্ষ পর্যন্ত রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সদৃশ। আর হোসাইন হইলেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বক্ষের নীচের অংশের সদৃশ। —তিরমিযী
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: الْحَسَنُ أَشْبَهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ الصَّدْرِ إِلَى الرَّأْسِ وَالْحُسَيْنُ أَشْبَهَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كَانَ أَسْفَل من ذَلِك. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান